সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮:২৬

পে স্কেল ইস্যুতে এবার যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

পে স্কেল ইস্যুতে এবার যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : পে স্কেল বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘পে স্কেল বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে, এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।’

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

উপদেষ্টা বলেন, ‘পে স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নে চেষ্টা করব, প্রচুর অর্থের প্রয়োজন।’

তিনি বলেন, ‘দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থা নেই। আগে রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার, এখন ৩২ বিলিয়ন ডলার। রোজার জন্য অধিকাংশ জিনিসপত্র আনা হয়েছে।

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে মতবিনিময় সভা, ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভা শেষে হাসান আলী উচ্চ মাঠে গিয়ে ভোটের গাড়ির কর্যক্রম উদ্বোধন ও স্টলগুলো পরিদর্শন করেন তিনি। 

উপদেষ্টা আরো বলেন, সবাইকে উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে-এ জন্য হ্যাঁ-টা সরকার চাচ্ছে।

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি আপনাদের ইচ্ছেমতে ভোট দেবেন।

কিন্তু হ্যাঁ–তে ভোট দিলে ওই জনপ্রতিনিধি জবাবদিহির মাঝে থাকবে। বিদেশে দেশের সুনাম আছে, কিন্তু সামনে চ্যালেঞ্জ আছে।’
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পুলিশ সুপার মো. রবিউল হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে