রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ০৬:১১:৩৭

‘টাকা না থাকলে বউ ছেড়ে যাবে, তাই মরে গেলাম’!

‘টাকা না থাকলে বউ ছেড়ে যাবে, তাই মরে গেলাম’!

এমটিনিউজ২৪ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় বাসা থেকে লোকমান সরদার (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লোকমান একজন দর্জি দোকানি। তার বাসা থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লোকমানের লাশ পাওয়া যায়।

তিনি ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। পাখিমারা বাজারে দর্জির দোকান ছিল তার।
উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে, ‘আমার বউ টাকা টাকা করত। আর আমার কথা শুনত না।

আমাকে মিথ্যা ভালোবাসত। তা আমি জানতাম। আমি বুঝে গেছি, আমার টাকা না থাকলে শেষে আমাকে ছেড়ে যাবে। তাই আমি মরে গেলাম।’ চিরকুটটি তার লেখা কি না, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

স্বজনদের ধারণা, স্ত্রীর ভালোবাসা না পাওয়া এবং টাকা-পয়সা না থাকায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন লোকমান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘লোকমান নামের ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে