সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৩:০০

শ্রীঘরে বখাটে, হাফ ছেড়ে বাঁচলেন ছাত্রী

শ্রীঘরে বখাটে, হাফ ছেড়ে বাঁচলেন ছাত্রী

পটুয়াখালী : দেশজুড়েই বখাটেদের উৎপাত।  বখাটেদের উৎপাতে আত্মহত্যার পথ বেছে নেয় অনেক শিক্ষার্থীই।  আবার কারো কারো লেখাপড়া চিরতরে বন্ধ হয়ে যায়।  ভেঙে যায় তার স্বপ্ন।  এমনই এক ঘটনা ঘটতে চলেছিল পটুয়াখালীর কলেজছাত্রীর ক্ষেত্রে।

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।  এখন শ্রীঘরে বখাটে, হাফ ছেড়ে বাঁচলেন হয়রানির শিকার চিকনিকান্দি কলেজের ২য়বর্ষের মেয়েটিকে।

আটক বখাটের নাম সিদ্দিকুর রহমান।  তিনি মাঝগ্রামের বালু হাওলাদারের ছেলে।  এর আগেও তিনি জেল খেটে এসেছেন।  গত ছয় মাসে বখাটের অত্যাচারে অতিষ্ঠ ছিল মেয়েটি ও তার পরিবার।  

বন্ধ হয়ে যেতে বসেছিল মেয়েটির পড়ালেখা।  স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের কাছে বিচার চেয়েও কোনো লাভ হয়নি তার।

পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, মেয়েটি কলেজ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করে।  তাদের নিষেধ বখাটে আমলেই নেয়নি।  পরে কলেজ অধ্যক্ষ অভিযোগটি প্রশাসনের কাছে পাঠিয়ে দেন।

শুক্রবার সকালে মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার পথরোধ করে ওই বখাটে।  এসময় মোবাইল কোর্টের নির্দেশে টেম্পো স্ট্যান্ডেই বখাটেকে আটক করা হয়।

এরপর দণ্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে