পটুয়াখালী: বিশ্ববাসীর কাছে বর্তমান সরকার ও সংসদ দুটোই বৈধ বলে প্রমাণিত হয়েছে। এমন দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।
তিনি বিএনপি নেত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ও আপনার দল সরকারকে অবৈধ সরকার বলেন, কিন্তু আজ বিশ্বের ১৬৬টি দেশের কমনওয়েলথ ও ইন্টার পারলামেন্টারি ইউনিয়য়নে বাংলাদেশের দু’জন সভাপতি নির্বাচন হওয়াই প্রমাণ করে আমাদের সংসদ ও সরকার বৈধ।’
বৃহস্পতিবার দুপুর ১২ টায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তৃতীয় সামুদ্রিক বন্দরের সদ্য নির্মিত নিরাপত্তা ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সংবিধান রক্ষা করেছে দাবি করে আমু বলেন, ‘আওয়ামী লীগ গত সংসদ নির্বাচনে সংবিধান লঙ্ঘন করেনি। বরং সেদিন আ’লীগ সংবিধান রক্ষা করেছে। সংবিধানের ধারাবাহিকতার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল সে নির্বাচনে অংশ নেয়। কোনো দল কিংবা কোনো ব্যক্তি নির্বাচনে অংশ না নিলে তার দায় দায়িত্ব সে দলের কিংবা ব্যক্তির হতে পারে।’
এ সময় পায়রা সামুদ্রিক বন্দরকে ভিত্তি করে দক্ষিণাঞ্চলে একটি অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন,‘বিশ্বের বিভিন্ন দেশে যখন শিল্প করাখানায় শ্রমিক ছাঁটাই চলছে, তখন আমরা শিল্পায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছি।’
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন এনডিসি,পিএসসি,বিএনএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, ‘পায়রা সামুদ্রিক বন্দরের কাজ পুরোদমে শুরু হলে দক্ষিণাঞ্চলের মানুষকে কাজের সন্ধানে ঢাকায় যেতে হবে না। নৌমন্ত্রী আরো বলেন শিগগিরই দক্ষিণাঞ্চলে জাহাজ নির্মাণ ও ভাঙ্গার কাজ শুরু হবে।’
২৩ অক্টোবর ২০১৪/এমটিনিউজ২৪/প্রতিবেদক/রাঙা/নিয়ামাত/সৌরভ/