পটুয়াখালী : পটুয়াখালী জেলার গলাচিপার আগুনমুখা মোহনায় বজ্রপাতে ২৮ মহিষের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পানপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. ইলিয়াস ঘটনার ব্যাপারে জানিয়েছেন, কয়েকজন কৃষক মহিষের পাল নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বের হয়। তারা মহিষগুলো নিয়ে পানপট্টি থেকে আগুনমুখা মোহনা পার করে ছোট কারফারমা চরের দিকে যাচ্ছিল।
খবরে প্রকাশ, সকালে কয়েকজন কৃষকের প্রায় ৬০টি মহিষ ঘাস খাওয়ানোর জন্য পানপট্টি থেকে আগুনমুখা নদীর মোহনা পার করে ছোট কারফারমা চরে নেয়া হচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে নদীর মধ্যেই ২৮ মহিষের মৃত্যু হয়।
পানপট্টির বাসিন্দা মো. আ. রহিম মেলকার জানান, বজ্রপাতে পানপট্টির তুলারাম গ্রামের কালাম গাজীর ১৬, পানপট্টি গ্রামের ফোরকান চৌকিদারের ২, আবুল গাজীর ১, খলিল ফকিরের ১টি এবং গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আ. রহমান হাওলাদারের ৮ মহিষ ঘটনাস্থলেই মারা গেছে।
পরে এলাকার লোকজন ট্রলার নিয়ে মহিষগুলোর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে।
২৫ এপ্রিল,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/এমহক