সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৬:৫৯

বঙ্গোপসাগরে ২০ জেলে অপহৃত

বঙ্গোপসাগরে ২০ জেলে অপহৃত

পটুয়াখালী : জেলার রাঙ্গাবালী উপজেলায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। উপজেলার সোনারচরের দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলে সূত্র জানায়, সোনারচর দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে জেলেদের অপহরণ করে। এসময় ছোটবাইশদিয়া ইউনিয়নের রফিক হোসেন, কামাল ও ইউনূছ মাঝিসহ কমপক্ষে ২০ জেলেকে অপহরণ করা হয়।

ছোটবাইশদিয়া ১ নম্বর ওয়ার্ড বাসিন্দা আলমগীর মাঝি জানান, দুই সপ্তাহ আগে বরগুনার বলেশ্বর নদী থেকে আমিসহ ৬০ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। আমাদের সকলকে বড় নৌকায় করে সুন্দরবনে গহিন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সকলকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে রাঙ্গাবালীর একাধিক জেলের অভিযোগ, মওসুমের দুই মাস অতিবাহিত হলেও সাগরে তেমন ইলিশ নেই। এর মধ্যে একের পর এক চলছে জলদস্যুদের হামলা, লুটপাট ও অপহরণ। অপহৃত জেলেদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ।   

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সোনারচরের দক্ষিণে গভীর সাগরে জলদস্যুদের তাণ্ডব হয়েছে। এ ঘটনায় আমরা এখনও কোনো অভিযোগ পাইনি।

৫ সেপ্টেম্বর ২০১৪/এমটিনিউজ২৪/এমজেইউ/দৌলত/

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে