পিরোজপুর থেকে : মোটরসাইকেল দু'র্ঘট'নায় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন আক্তার মৌলি নি'হ'ত হয়েছেন। ফারমিন আক্তার মৌলি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খানের মেয়ে।
মঙ্গলবার ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরে ফেরার পথে রাত ৮টার দিকে এ দু'র্ঘট'না ঘটে। পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা থেকে বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নামেন মৌলি। সেখানে ব্যক্তিগত কাজ শেষে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে নাজিপুরের উদ্দেশে রওনা দেন।
পথিমধ্যে চিতলমারির কুইনা এলাকায় বি'প'রী'ত দিক থেকে আসা একটি গাড়ি চাপায় গু'রুত'র আহ'ত হন দু'জন। স্থানীয় লোকজন তাদের উ'দ্ধা'র করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৌলির মৃ'ত্যু হয়।
তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দিয়ে নাজিরপুরের বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল চালক রাকিবুল হাসানও গু'রুত'র আ'হ'ত হন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুনির তার মৃ'ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।