নিউজ ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বর প্রার্থীর সমর্থদের মধ্যে র'ক্তক্ষয়ী সংঘ'র্ষের ঘ'টনা ঘ'টেছে। এতে ২০জন গু'রুতর আহ'ত হয়েছেন। এঘ'টনায় এক মেম্বার প্রার্থীসহ তিন জনকে আ'টক করেছে পুলিশ। আট'করা হলেন ইউপি মেম্বর প্রার্থী মোদাচ্ছের হোসেন (৬২), আল-আমিন মিস্ত্রী (৫০) ও মিরন হোসেন (২৪)। মোদাচ্ছেরকে চিকিৎসাধীন অব'স্থায় হাসপাতাল থেকে আ'টক করা হয়।
নির্বাচনী প্রচারনার শেষ দিনে শনিবার (১৯ জুন) দিবাগত রাত দশটার দিকে বেতমোর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে এ সংঘ'র্ষের ঘ'টনা ঘ'টে। আহ'তদের মধ্যে পাঁচ জনকে আশং'কাজনক অবস্থায় রাতে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাননান্তর করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনী প্রচারনার শেষ দিনে উপজেলার বেতমোর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিরু শিকদার (তালাচাবি) ও মোদাচ্ছের হোসেন হাওলাদার (ফুটবল) এর সমর্থকরা প্রচারণা শেষে তালাচাবি প্রতীকের মাইক ভা'ঙচুর করে। এর পরে উভয় পক্ষের উ'ত্তেজনা দেখাদিলে দুই পক্ষ দেশীয় অ'স্ত্রশ'স্ত্র নিয়ে সংঘ'র্ষে জ'ড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০জন আহ'ত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘ'র্ষের ঘ'টনায় এক প্রার্থীসহ তিন জনকে আট'ক করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় পুলিশি ট'হল জো'রদার করা হয়েছে।