রবিবার, ০৬ নভেম্বর, ২০২২, ১১:২৪:২৯

হৃদয়বিদারক, মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষার আসনে শারমীন

হৃদয়বিদারক, মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষার আসনে শারমীন

এমটি নিউজ২৪ ডেস্ক : পিরোজপুরের ভাণ্ডারিয়ার এইচএসসি পরীক্ষার্থী শারমীন আক্তারের মা শিউলী বেগম গত শনিবার গভীর রাতে মারা যান। এমন অবস্থায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে রবিবার (০৬ নভেম্বর) পরীক্ষা কেন্দ্রে বসেছেন । শারমীন মজিদা বেগম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।  

শারমিন উপজেলার গৌরীপুর উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে। সে ভাণ্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

শারমীনের চাচা আব্দুল মালেক ফকির জানান,'তার মা শিউলী বেগম দীর্ঘদিন যাবৎ লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলে। শনিবার দিবাগত রাত দুইটা বিশ মিনিটে ঢাকা প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনরা আজ রবিবার সকাল ১০টায় মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রওনা দেয় শারমীন।

ভাণ্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, 'ঘটনাটি আসলেই হৃদয়বিদারক। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। '

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে