বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ০৯:০৯:৫৭

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদারের নেতৃত্বে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে সদর রোড প্রদক্ষিণ করে বড় মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আল ইমরান মনু, দপ্তর সম্পাদক খালিদ হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে