শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০৪:১৩:১৬

প্রেমিকা-প্রেমিকাকে এবার ঠেকালেন মেয়র

প্রেমিকা-প্রেমিকাকে এবার ঠেকালেন মেয়র

রংপুর : প্রেমিকা সবেমাত্র সপ্তম শ্রেণির ছাত্রী।  ১২ বছরের মেয়ে।  প্রেমিক স্থানীয় একটি কলেজের ছাত্র। এরই মধ্যে প্রেমিক-প্রেমিকা বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

কিন্তু বাদ সাধে পরিবারের লোকজন।  এরপর পালিয়ে যায় দুজন।  এ ঘটনায় মেয়র শরফুদ্দীন আহমেদ ঝণ্টুর সহায়তা চান মেয়ের বাবা।

মেয়র জানতে পারেন মেয়েটি অপ্রাপ্তবয়স্ক।  এরপর নানা চেষ্টায় খুঁজে বের করে ঠেকিয়ে দেন প্রেমিক-প্রেমিকার বিয়ে।

ছেলে ও মেয়ের পরিবারকে নিজ বাসায় ডেকে নিয়ে স্বজনদের কাছে তাদের তুলে দেন মেয়র ঝণ্টু।  এ ঘটনা ঘটে বৃহস্পতিবার।

মেয়র ঝন্টু জানান, রংপুর মহানগরীর ধাপ চেকপোস্ট এলাকার ওই যুবকের সঙ্গে স্থানীয় একটি স্কুলের ছাত্রীর সম্পর্ক ছিল।  গত ১২ আগস্ট বাড়ি থেকে পালিয়ে যায় তারা।

পরে মেয়েটির বাবা তার কাছে এলে তিনি বিষয়টি ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এরপর ওই কিশোরী ও যুবককে নগরীর বেনুঘাট থেকে উদ্ধার করে মেয়রের বাড়িতে নিয়ে যান হারাধন রায়।

মেয়র বলেন, তাদের বাসায় নিয়ে আসার পর তাদের পরিবারকে ডাকা হয়।  তাদের কাছে জানতে পারি- মেয়েটির বয়স মাত্র ১২ বছর।  তাই বাল্যবিয়ে বন্ধ করে উভয় পরিবারকে সতর্ক করে দেয়া হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের মেয়র ঝন্টু বলেন, বাল্যবিয়ের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করছি।  এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে