বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:১৮:০৭

মেয়েকে হত্যা করায় মা-বাবার ফাঁসি

 মেয়েকে হত্যা করায় মা-বাবার ফাঁসি

ঢাকা : মেয়েকে হত্যার দায়ে বাবা ও সৎ মাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আবু তাহের (৪২) ও সৎ মা লাভলী বেগম (২২)।  তাদের বাড়ি পীরগঞ্জ উপজেলার বড়খলিয়া গ্রামে।  

রংপুরে মেয়ে তাজমিনাকে (১০) হত্যার দায়ে এ আদেশ দিয়েছেন আদালত।

রংপুর আদালতের পিপি অ্যাডভোকেট ফারুক মো. রেজাউল করীম জানান, পীরগঞ্জ উপজেলার বড়খলিয়া গ্রামে ২০০৭ সালের ১৩ ডিসেম্বর মেয়ে তাজমিনাকে শ্বাসরোধ করে হত্যা করেন তার বাবা ও সৎ মা।  পরে নিহতের মামা সাদেকুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় বাবা ও সৎ মাকে গ্রেফতার করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।  তারা জামিন নিয়ে পলাতক রয়েছেন।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে