রংপুর : আগামী ১ অক্টোবর সিলেটে হযরত শাহ জালাল (র.) এর মাজার জিয়ারত করার মধ্যদিয়ে জাতীয় পার্টি (জাপা) জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
রোববার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
এরশাদ বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ভালো করবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।
এসময় তিনি গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এরশাদ বলেন, সেখানে কত মানুষ মারা যাবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কীভাবে আগুন লাগলো, কারা এর জন্য দায়ী তা খতিয়ে দেখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
রংপুরবাসীর সঙ্গে পবিত্র ঈদুল আযহা উদযাপন ও বাবা-মায়ের কবর জিয়ারত করতে তিনি রংপুরে এসেছেন বলে জানান।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন এরশাদ। সেখান থেকে সড়কপথে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবনে পৌঁছলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় তার ছোট ভাই জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ দলের অন্য নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম