রংপুর থেকে : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সংসদ নির্বাচন যথাসময়ে হবে। সে নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। তাই দলকে সুসংহত করতে ১ অক্টোবর সিলেটে হজরত শাহ জালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্যদিয়ে সারা দেশে রাজনৈতিক সফর শুরু করা হবে।
গতকাল দুপুরে রংপুরে ঈদ উদযাপন করতে এসে নিজ বাসভন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এরশাদ। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, এই সফরের মধ্যদিয়েই নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে।
এরশাদ বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে জাতীয় পার্টি ভালো করবে। দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদক ও মাজার অপসারণের বিষয়ে বলেন, এটা সরকারের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমি কিংবা জাতীয় পার্টির কোনো মন্তব্য নেই।
এ সময় দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
১২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি