রংপুর : জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের ছোট ভাই রাশেদুন নবী খান বিপ্লব ও হোশির বাড়িওয়ালা জাকারিয়া বালার শ্যালক হিরাকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গত শনিবার রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিকের হত্যার পর পুলিশ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মঙ্গলবার সকালে বিপ্লব ও হীরাকে গ্রেফতার দেখিয়ে রংপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু তালেবের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় কুনিও হোসিকে তিন মুখোশধারী গুলি করে মোটরসাইকেল চেপে পালিয়ে যায়। ওইদিনই অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে পুলিশ।
বিপ্লব ও হিরা ছাড়াও রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, বাড়িওয়ালা জাকারিয়া (৫৮), রিকশাচালক মোন্নাফ আলী ও আলুটারি গ্রামের খোকা মিয়ার ছেলে মুরাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই কায়দায় ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে মোটরসাইকেলের তিন আরোহী গুলি করে হত্যা করে।
৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম