রংপুর থেকে : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাকে সাক্ষাৎ না দেওয়ার ক্ষোভ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সম্প্রতি বাংলাদেশ সফর করেন চীনের প্রেসিডেন্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেও চীনের প্রেসিডেন্ট রওশনের সঙ্গে তার বৈঠক করেননি।
আজ রংপুরে বাড়িতে সাংবাদিকদের এরশাদ বলেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। চীনের প্রেসিডেন্ট সফরে এসে সংসদের বিলোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ না করায় আমরা ব্যথিত, আমরা ক্ষুব্ধ।
এসময় তিনি সাক্ষাৎ না হওয়ার কারণ খোঁজা হচ্ছে বলে জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিদেশের সরকার প্রধান সফরে এলে তিনি কার কার সঙ্গে সাক্ষাৎ করবেন সে শিডিউল তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। কী কারণে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের শিডিউল করা হয়নি, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।
এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি