রংপুর : রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কোনিও হোসির লাশ মুসলমান রীতিতে রংপুরেই দাফন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু।
জাপান দূতাবাসের এক টেলিফোনের বরাত দিয়ে দুপুরে এ তথ্য জানান তিনি।
সিটি মেয়র ঝন্টু জানান, জাপান দূতাবাস থেকে আমাকে ফোন করে বলা হয়, রংপুরে কোনিও হোসির লাশ দাফন করতে হলে তাকে কি করতে হবে? আমি বলেছি, মুসলমান হলে তার কাগজপত্র দিতে হবে।
জাপানি দূতাবাসের অনুরোধে কাগজপত্র সম্পন্ন করা হলে তাকে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি। এজন্য প্রক্রিয়া চলছে। আগামীকাল দাফন হওয়ার সম্ভাবনা রয়েছে।
৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম