 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
রংপুর থেকে : রংপুর শহরে মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় নির্মাণ শ্রমিক আমিনুল ইসলামের (৪০) বাম হাতের কব্জি উড়ে যায়। বিসিক রোডে জনৈক সেকেন্দার আলীর বাড়ির মাটি কাটার সময় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
শ্রমিক আমিনুলেন শরীরের বিভিন্ন স্থান স্পিন্টারের আঘাতে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় জামায়াত নেতা ওসমান গনি এই বাড়িতে ১৭ বছর বসবাস করেছিলেন। রফিকুল ইসলাম বাড়িটি ক্রয়ের প্রায় ৩ মাস পর তা সেকেন্দার আলীর কাছে বিক্রি করেন। সেকেন্দার আলী কয়েকদিন আগে টিনসেড বাড়িটি ভেঙ্গে বহুতল বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।
বুধবার দুপুর ১২টার দিকে মাটি কাটার সময় নির্মাণ শ্রমিক আমিনুল ইসলাম একটি প্লাস্টিকের কৌটা দেখে তা খোলার চেষ্টা করেন। এ সময় তার হাতেই সেটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ওই শ্রমিক।
খবর পেয়ে পুলিশ, র্যাব, পিবিআই ও সেনাবাহিনির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রংপুর পিবিআই ঘটনাস্থল ঘিরে নিয়ে আলামত সংগহ করেন।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লা কাওসার সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে- এখানে আরও বোমা রয়েছে। বোমা বিশেষজ্ঞ দল এলে বোঝা যাবে কী ধরনের বোমা বিস্ফোরণ ঘটেছে।
জেলা পুলিশের এএসপি আতাউর রহমান বলেন, বিস্ফোরিত বোমার আলামত থেকে এক ধরনের পাউডার পাওয়া গেছে। এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
স্থানীয় জামায়াত নেতা ওসমান গনি ওই বাড়িটি দেড় বছর আগে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। বিস্ফোরণের ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।
১৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি