মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০১:১৭:৩৯

কুনিও হোশির দাফন সম্পন্ন

কুনিও হোশির দাফন সম্পন্ন

রংপুর: দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

গত ৩ অক্টোবর নগরের উপকণ্ঠে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুনিও হোশি। এরপর থেকে তাঁর লাশ রংপুর মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়। কিন্তু কুনিও হোশির স্বজনদের পক্ষ থেকেও তাঁর লাশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়নি। আবার বাংলাদেশে দাফন করার ব্যাপারে জাপান সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে। তাই রংপুরের স্থানীয় প্রশাসনকে জাপান দূতাবাসের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি রংপুরের বিভাগীয় কমিশনারকে পাঠানো হয়। কুনিও হোশি মুসলমান হয়েছিলেন বলে নিশ্চিত হয়েছে জাপান ও বাংলাদেশ সরকার। তাই তাঁকে মুসলিম রীতিতে দাফন করতে জাপান দূতাবাস আগ্রহ প্রকাশ করেছে। তাঁর ইসলাম ধর্ম গ্রহণের সপক্ষে অঙ্গীকারনামা জমা দেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন তাজুল ইসলাম। সেই অঙ্গীকারনামা অনুযায়ী কুনিওর বর্তমান নাম গোলাম মোহাম্মদ কিবরিয়া। সেখানে বলা হয়, গত ২৭ রোজার দিন জাপানি নাগরিক তাঁর (মুয়াজ্জিন) সম্মুখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কুনিও হোশি (৬৬) গত ৮ আগস্ট ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। আগামী বছরের ১৩ এপ্রিল পর্যন্ত তাঁর ভিসার মেয়াদ ছিল। তিনি রংপুর শহরের মুন্সিপাড়ায় এ কে এম জাকারিয়া নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে