রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৪৮:০৭

১০ কেজি আলুর দামে এক কেজি চাল!

১০ কেজি আলুর দামে এক কেজি চাল!

রংপুর : অবিশ্বাস্য হলেও সত্য রংপুরে এখন ১০ কেজি আলুর দামে মিলছে এক কেজি চাল। গত মৌসুমে আলুর বাজার মূল্য বেশি হওয়ায় আলুচাষীরা লাভবান হয়েছিল। বাড়তি দামের আশায় এবার রংপুর অঞ্চলে ব্যাপকহারে আলুর চাষ হয়।

আর এতেই মাথায় হাত পড়েছে চাষীদের। চাহিদার তুলনায় দ্বিগুণ আলু বাজারে চলে আসাকে দাম পড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে। বাজারে এখন প্রতি কেজি আলু ৪-৫টাকায় পাওয়া যাচ্ছে। প্রথমদিকে বাজার ভালো থাকলেও হঠাৎ আলুর সরবরাহ বেড়ে যাওয়ায় দাম পড়ে যায়।

এদিকে এবার ধানের মূল্য ভালো যাচ্ছে রংপুরে। গত মৌসুমে কৃষক ধানে লোকসান দিলেও এবারে দাম বাড়ায় কৃষক কিছুটা পুুষিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে। রংপুরে চাল প্রতি কেজি প্রকার ভেদে ৩৬ টাকা থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় এখন রংপুরের হাট-বাজারে এক কেজি চালের দামে ১০ কেজি আলু পাওয়া যাচ্ছে।

আলু এখনও হিমাগারে সংরক্ষণ শুরু হয়নি। আগামীতে বাজারে আলু সরবরাহ আরও বেড়ে যাবে, তখন দাম আরও পড়ে যাওয়ায় শংকায় কৃষক।
১২ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে