বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:২০:৪২

তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবিতে রোডমার্চ শুরু

তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবিতে রোডমার্চ শুরু

রংপুর : তিস্তা নদীর ন্যায্য হিস্যা প্রদান ও উত্তরাঞ্চলকে মরুকরণের ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বৃহস্পতিবার দুপুর ১২টায় রংপুর শহীদ মিনার এলাকা থেকে রোডমার্চটি তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করেছে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিচ্ছে।

এর আগে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, প্রবীন রাজনীতিবিদ মোহাম্মদ আফজাল, সিপিবি নেতা শাহাদত হোসেনসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, ভারত কর্তৃক তাদের উজানে ব্যারেজ নির্মাণ করায় তিস্তা নদীর পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। তিস্তা ব্যারেজের মাধ্যমে রংপুর ও দিনাজপুর অঞ্চলে প্রায় ১ লাখ ১০ হাজার হেক্টর জমিতে যে সেচ সুবিধা দেওয়া হতো তা পানির অভাবে মাত্র ৮ হাজার হেক্টরে দাঁড়িয়েছে।

অন্যদিকে তিস্তা নদীর পানি প্রবাহ ভারত বন্ধ করে দেওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বিকল্প সেচ ব্যবস্থাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শুষ্ক মৌসুমে তিস্তা ব্যারেজে পানির প্রবাহ বর্তমানে ৫০০ কিউসেকে নেমে এসেছে।

এমন অবস্থায় জরুরি ভিত্তিতে ভারতের উজানে নির্মিত গজল ডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ার মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। সেই সঙ্গে তিস্তা নদীর ন্যায্য হিস্যা প্রদানের জন্য জোর দাবি জানানো হয়।

সমাবেশ শেষে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চে অংশ নেন বিভিন্ন নেতারা। রোডমার্চটি তিস্তা ব্যারেজ এলাকায় পৌঁছে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হবে বলে নেতারা জানান। এর আগে বুধবার বগুড়া থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ কর্মসুচি শুরু করা হয়।
১৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে