বরকতুল্ল্যাহ ভদ্র, রংপুর প্রতিনিধিঃ উত্তরাঞ্চলে সার্বিক বন্যার উন্নতি হযেছে। তবে নদীগুলোর বন্যার পানি নেমে যাওয়ার ফলে নদীলোতে তিব্র ভাঙন শুরু হয়েছে।
জানা গেছে উত্তরাঞ্চলের পদ্মা যমুনা তিস্তা ধয়লা করতোয়া বক্ষ্রপুত্রসহ নদীগুলোর বন্যার পানি নেমে যাওয়ার ফলে পদ্মা যমুনা তিস্তা ধয়লা করতোয়া বক্ষ্রপুত্রসহ নদীগুলোর তিব্র ভাঙন শুরু হয়েছে। নদী পাড়ের মানুষের রোগবালাই দেখা দিয়েছে। দিন এনে দিন মিলে দিনমজুরদের কাজ না থাকায় অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছে। সরকারি ও বেসরকারি ভাবে দরিদ্র মানুষগুলোর মাঝে ত্রান বিতরণ করা হলে ও চাহিদার চেয়ে অপ্রতুল। সচেতন মানুষ নদী পাড়ের মানুষের মাঝে ত্রান বিতরনের জন্য সরকার এন জি ও বিত্তমান মানুষদের প্রতি অনুরোধ করেছেন।
১৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস