একই সাপের কামড়ে দুই ভাইবোনের মৃত্যূ
নিউজ ডেস্ক: রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় গতরাতে সাপের কামড়ে নাজমা (১০) ও শাহারুল (৭) নামে দু’ভাইবোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রামে এই ঘটনা ঘটে।
তারা ওই গ্রামের কৃষক নজরুল ইসলামের পুত্র ও কন্যা। নাজমা ও শাহারুল পাটগ্রাম দাখিল মাদ্রাসার পঞ্চম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
মৃতদের পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শিশু নাজমা (১০) ও শাহারুল (৭) শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। রাতে পানির তৃষ্ণায় শাহারুল ছটফট করতে থাকলে বাবা-মা ছুটে আসেন। পানি পানের পরই তীব্র ব্যথা ও বমি শুরু হয় শাহারুলের। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শাহারুলের মৃত্যু হয়। ছেলের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে ঘুমন্ত মেয়ে নাজমার খোঁজ করতে থাকেন বাবা ও মা। এক সময়ে মেয়েও ব্যথার কথা বলে ছটফট ও বমি করতে থাকে। একপর্যায়ে বাড়ির আঙিনায় বাবা-মার সামনেই মেয়ে নাজমাও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এলাকাবাসী ও পরিবারের অন্যান্য সদস্য বাড়ির শোবার ঘরে একটি সাপ দেখতে পায়। সাপটিকে মারা হয়নি।
সূত্র : বাসস
২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ