শনিবার, ২৪ জুন, ২০১৭, ০৪:২৭:২৪

অভিমানে পোস্টারে বড় আব্বা এরশাদ ও জাতীয় পার্টির নাম বাদ

অভিমানে পোস্টারে বড় আব্বা এরশাদ ও জাতীয় পার্টির নাম বাদ

রংপুর থেকে : নিজেকে রংপুর সিটি মেয়র প্রার্থী ঘোষণা এবং প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে কথা বলার অপরাধে জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির সদস্য সচিবের পদ হারিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা যুগ্ম মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।

এই অভিমানে তিনি নিজের ঈদ শুভেচ্ছা জানানো পোস্টার থেকে বড় চাচা এরশাদ ও জাতীয় পার্টির সকল পদপদবি বাদ দিয়ে শুধু সাবেক এমপি পদবি ব্যবহার করেছেন। সেই পোস্টার এখন শহরে দেখা যাচ্ছে।

গত ১৪ জুন এরশাদের পৈত্রিক নিবাস রংপুর মহানগরীর সেনপাড়ার স্কাইভিউ লাঙ্গল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নিয়ে দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঘোষণাকে চ্যালেঞ্জ করে নিজেকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা করেছিলেন ছোট ভাই মোজাম্মেল হক লালুর পুত্র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।

এসময় তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে দলীয় ষড়যন্ত্রকারী দাবি করে তার বিরুদ্ধে বিষোদাগার করেন। তার কারনে এরশাদের পারিবারিক এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে লিখিতভাবে জানান।

ওই দিনই এই সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়ায় এ ধরনের বক্তব্য দেয়ায় আসিফকে অর্বাচিন বালক দাবি করে তাকে অবিলম্বে দল থেকে বহিস্কারের জন্য এরশাদের কাছে আহবান জানিয়েছিলেন প্রেসিডিয়াম সদস্য স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। নইলে রংপুরে তাকে অবাঞ্ছিত ঘোষনা করার কথাও বলেন তিনি।

ওই দিন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছিলেন আসিফের এ ধরনের সাংবাদিক সম্মেলন অপ্রত্যাশিত। এ ঘটনার পর গত কয়েকদিন থেকে আকাশে উড়ছিল আসিফ শাহরিয়ারকে জাতীয় পার্টির সকল পদ পদবি থেকে বহিস্কার করা হচ্ছে। তার স্থলে জেলা সদস্য সচিব হিসেবে সাবেক কাউন্সিলর আজমল হোসেন লেবুকে দ্বায়িত্ব দেয়া হচ্ছে।

সূত্র জানায়, এ সংক্রান্ত ফাইল তৈরি হলেও এরশাদ তাতে সই করেন নি। বরং উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে গত ২০ জুন এরশাদ রংপুর জেলা আহবায়ক কমিটি বিলুপ্ত করে প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক করেন। এর মাধ্যমে এই কমিটি থেকে সদ্য বিদ্রোহকারী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহসাসচিব এরশাদের ভাতিজা সাবেক এমপি আসিফ শাহরিয়ার বাদ পড়ে যান।

এ প্রসঙ্গে সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ জানান, আসলে অভিমান তারই সাথে করা যায়, যিনি অভিমান বোঝেন। আমি যখন মেয়র প্রার্থী ঘোষণা দেই সেদিনই আমি বুঝেছি যে আমাকে জাতীয় পার্টি থেকে মাইনাস করা হবে। সেজন্য আমি বড় আব্বা ও জাতীয় পার্টির কোন পদ পদবি ঈদের পোস্টারে ব্যবহার করিনি।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে