শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ০১:৫৪:৫৯

রংপুর সিটিতে প্রার্থী নিয়ে উৎকণ্ঠায় আ.লীগ-বিএনপি

রংপুর সিটিতে প্রার্থী নিয়ে উৎকণ্ঠায় আ.লীগ-বিএনপি

শাহজাদা মিয়া আজাদ, রংপুর থেকে : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি প্রার্থী মনোনয়ন দিলেও আওয়ামী লীগ এবং বিএনপি এখন পর্যন্ত দলীয় প্রার্থী মনোনয়ন দিতে পারেনি।

কে পাচ্ছেন নৌকা ও ধানের শীষ এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে যেমন উদ্বেগ-উৎকণ্ঠা আছে, তেমনি ভোটারদের মধ্যেও নানা জল্পনা-কল্পনা চলছে।

আট মাস আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মেয়র প্রার্থী হিসেবে দলের রংপুর মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেন। তখন থেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি। গত ৫ নভেম্বর মোস্তফাকে আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

তবে দলের নেতা-কর্মীরা মোস্তফাকে মনোনীত প্রার্থী হিসেবে মনে করলেও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন এরশাদের আপন ভাতিজা ও দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মকবুল শাহরিয়ার আসিফ। তফসিল ঘোষণার পর তিনি প্রচারণার মাত্রা বাড়িয়ে দিয়েছেন।

জানতে চাইলে আসিফ বলেন, দল যাকেই মনোনয়ন দিক, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। জেলা ও মহানগরের অনেক নেতা আমার পক্ষে রয়েছেন। সময় হলে তারা মাঠে নামবেন। তবে দলীয় মনোনয়ন পাওয়া মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দলীয় চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিয়েছেন।

নেতা-কর্মীরা আমার সঙ্গেই আছেন। বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না। মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের ১৩ নেতা মাঠ দাপিয়ে বেড়ালেও বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরফুদ্দিন আহমেদ ঝন্টু ছাড়া এখন পর্যন্ত কেউ দলের ‘সবুজ সংকেত’ পাননি।

ঝন্টু জানান, গত ২৫ অক্টোবর রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক শীর্ষ নেতা ফোন করে আমাকে মেয়র পদে নির্বাচন করার জন্য প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন। বিষয়টি চাউর হয়ে গেলে  মনোনয়নপ্রত্যাশী ১৩ নেতার মধ্যে ৭-৮ জনই হাল ছেড়ে দিয়েছেন।

তবে মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা চৌধুরী খালেকুজ্জামান, জেলা কমিটির কোষাধ্যক্ষ আবুল কাশেম, মহানগর সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন মনোনয়ন পাওয়ার আশায় শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চৌধুরী খালেকুজ্জামান বলেন, দল কাউকে সবুজ সংকেত দেয়নি। ১১ নভেম্বর প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন। সেখানে একটা সিদ্ধান্ত হবে।

২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বলেন, মেয়র পদে কে মনোনয়ন পাবেন এ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছি। যার জনসমর্থন আছে, ভোট করলে যার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে—এমন নেতাকে মনোনয়ন দিলে দল লাভবান হবে।

মেয়র পদে বিএনপির মনোনয়নের জন্য দলের কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং চালাচ্ছেন চার নেতা। এরা হলেন, দলের জেলা সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর সভাপতি মোজাফফর হোসেন, সহ-সভাপতি কাওসার জামান বাবলা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু।

গত নির্বাচনে বাবলা মেয়র পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল বলেন, দলীয় মনোনয়ন কে পাবেন সেটা বোঝা যাচ্ছে না। তবে আশা করছি দল সঠিক সিদ্ধান্ত নেবে। বিডি প্রতিদিন

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে