বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ০২:৫০:১৮

শিল্পপতি করিম উদ্দিন ভরসা অবরুদ্ধ, সব সম্পত্তি লিখে দিতে চাপ

 শিল্পপতি করিম উদ্দিন ভরসা অবরুদ্ধ, সব সম্পত্তি লিখে দিতে চাপ

নিউজ ডেস্ক : শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে অবরুদ্ধ করে রেখেছেন তার দুই ছেলে। সম্পত্তি লিখে না দেওয়ায় সিরাজুল ইসলাম ভরসা ও সাইফুল উদ্দিন ভরসা গুণ্ডা বাহিনী দিয়ে তাকে বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন। ওই দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। গতকাল বুধবার হারাগাছ বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানান এই শিল্পপতি।

তিনি জানান, তিনবারের সংসদ সদস্য হয়েও বর্তমানে দুই ছেলের কাছে অসহায় তিনি। দীর্ঘদিন ধরে ওরা দু'জন তাদের নামে তার সব সম্পত্তি লিখে দিতে চাপ ও ভয়ভীতি দেখিয়ে আসছে। তিনি তার সব ছেলেমেয়েকে তার সম্পত্তি সমানভাগে বণ্টন করে দিতে চাইলেও এ দু'জন আশ্বস্ত হতে পারেনি। ফলে ক্ষিপ্ত হয়ে তারা হারাগাছের বাসভবনের সব প্রবেশপথ দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে। বাড়িঘর ভাংচুর করেছে। খবর পেয়ে ঢাকা থেকে স্ত্রীসহ হারাগাছে গিয়ে এ দৃশ্য দেখে স্তম্ভিত হয়েছেন তিনি। দেয়াল ভেঙে বাড়িতে প্রবেশ করলে ওরা দু'জন গুণ্ডা বাহিনী দিয়ে তাকে ও তার ছোট স্ত্রী আফলাতুন্নেছা ভরসাকে অবরুদ্ধ করে রাখে। তারা কাউনিয়া থানা থেকে পুলিশ নিয়ে এনে ভরসা ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখায়।

সিরাজুল ইসলাম ভরসা ও সাইফুল উদ্দিন ভরসার সঙ্গে মোবাইলে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

ওসি মামুন অর রশিদ জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা করিম উদ্দিন ভরসার বাড়িতে গেছেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে