বুধবার, ০৬ ডিসেম্বর, ২০১৭, ১২:৩১:৪১

পোস্টাতে পোস্টারে ছেয়ে গেছে রংপুর নগরী, চলছে ভোটের আমেজে মাইকিং

পোস্টাতে পোস্টারে ছেয়ে গেছে রংপুর নগরী, চলছে ভোটের আমেজে মাইকিং

জাভেদ ইকবাল, রংপুর থেকে : ‘মার্কা আছে রো কোনসে মার্কা, জোরে বলো’- নানান রঙে ঢঙে কবিতা-ছন্দাকারে কখনো বা গানের সুরে মাইকিংয়ে কান যেন ঝালাপালা হয়ে উঠেছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র আর কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে নগরী।

বিভিন্ন স্লোগান এবং গানের সুরে মাইকিং করে ভোট প্রার্থীনা করা হচ্ছে প্রার্থীদের পক্ষ থেকে। মার্কা পাওয়ার পর থেকে প্রার্থীদের মধ্যে ভোটের প্রচারণা তুঙ্গে উঠেছে। নগরীজুড়ে ভোটের আমেজ শুরু হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার সিটি এলাকায় বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলার পক্ষে মাইকিং হচ্ছিল- ‘গাছের আগালে পক্ষী, বাবলা আমাদের লক্ষ্মী। আকাশ থেকে পড়লো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ধানের শীষ আল্লাহর সৃষ্টি।’ বাবলা আমাদের ভালো লোক, জয়ের মালা তারই হোক।’

আর জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পক্ষে মাইকিং হচ্ছিল-আসিফ আমাদের জায়গার ছেলে ভোটটি দিব হাতির পিঠে। হাতি মার্কায় দিলে ভোট উন্নয়ন হবে সিটির লোকের। হোসেন মকবুল শাহরিয়ার আসিফের পক্ষে এভাবে নানা স্লোগানে মাইকিং করছিল তার কর্মী-সমর্থকরা।

আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পক্ষে মাইকিং হচ্ছিল- ‘এদিক সেদিক দেখবো না নৌকা মার্কা ছাড়বো না।’ ‘নৌকা মার্কায় দিলে ভোট, সেবা পাবে রংপুরের লোক।’ ‘ঝন্টু ভাই সৎ লোক, জয়ের মালা তারই হোক।’

‘সিটিবাসীর মার্কা লাঙ্গল মার্কা।’ ‘লাঙ্গল আছে ঘরে ঘরে, ভোটটি দেব বাক্সভরে।’ ‘যোগ্য লোকের মার্কা, লাঙ্গল মার্কা।’ এভাবে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে নগরজুড়ে মাইকিং হচ্ছিল। অন্যান্য মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর পক্ষে মাইকিং করে ভোট প্রার্থনা করা হচ্ছিল।

অপরদিকে, নগরের অলিগলিতে প্রার্থীদের পোস্টাতে পোস্টারে ছেয়ে গেছে। সেসব পোস্টার দোল খাচ্ছিল বাতাসে। এসব পোস্টার লাগানোর জন্য বেকার যুবকদের হাজিরা হিসেবে নেওয়া হয়। রশিদুল ও কবির নামে এক যুবক জানান, তারা এক হাজার পোস্টার লাগানোর জন্য নিচ্ছেন ১ হাজার ৩০০ টাকা। রাতভর তারা পোস্টার লাগান।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে