শনিবার, ০৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৬:২৩

জাতীয় পার্টি থেকে বহিষ্কার এরশাদের ভাতিজা

জাতীয় পার্টি থেকে বহিষ্কার এরশাদের ভাতিজা

রংপুর থেকে : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

জাতীয় পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। বহিষ্কারের প্রতিক্রিয়ায় আসিফ বলেছেন, দলের এ সিদ্ধান্ত রংপুর সিটি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। গতকাল মানবজমিনকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা স্বাভাবিক ব্যাপার। এতে প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই।  

একটা দল থেকে দুইজন নির্বাচন করলে একজনকে বহিষ্কার হতেই হবে। এ বহিষ্কারাদেশের কারণে প্রতিপক্ষই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন সাবেক এমপি আসিফ। তিনি বলেন, আমি রংপুরে এরশাদের প্রতিনিধি ছিলাম। তার অনুপস্থিতিতে সংসদ সদস্যের কাজগুলো আমিই চালাতাম। বড় বড় সুযোগ ছেড়ে দিয়ে নির্বাচন করছি। সুতরাং সিটি নির্বাচনে এধরনের বহিষ্কারাদেশ কোনো প্রভাব ফেলবে না।

এদিকে শুক্রবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে আসিফ শাহরিয়ারের বহিষ্কারাদেশের কথা জানিয়েছে জাতীয় পার্টি। প্রেস রিলিজে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং পার্টি চেয়ারম্যানের নির্দেশ ও সিদ্ধান্ত অমান্য করে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আসিফ শাহরিয়ার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায়- তাকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে পার্টির কোনো সদস্য আসিফ শাহরিয়ারের পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করলে তাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন- যা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশনে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১শে ডিসেম্বর। প্রতিষ্ঠার পর রংপুর সিটির দ্বিতীয় নির্বাচন। ২০১২ সালের ২০শে ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু মেয়র পদে জয়লাভ করেন। এবারও তিনি আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধানের শীষ নিয়ে লড়ছেন মহানগর বিএনপির সহসভাপতি কাওছার জামান বাবলা। আর জাতীয় পার্টির প্রার্থী হলেন মোস্তাফিজার রহমান মোস্তফা। এ ছাড়া হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা ও জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত প্রার্থী আসিফ শাহরিয়ার হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি। নির্বাচনে মোট ২৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে সাত জন, ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত নারী পদে ৬৫ জন প্রার্থী রয়েছেন। - এমজমিন
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে