রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪৫:৩৬

সোমবার রংপুরের পীরগাছায় হরতালের ডাক

সোমবার রংপুরের পীরগাছায় হরতালের ডাক

রংপুর: রংপুরের পীরগাছায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ব্যবসায়িক সমিতি। উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করেন। 

এ ঘটনায় ব্যবসায়ী সমিতি সংহতি প্রকাশ করে রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দেয়।

বিএনপি'র নেতাকর্মীরা বলেন, একরামুল হক নামের এক শিক্ষার্থী‌ শনিবার রাতে পীরগাছা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। এই মামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পীরগাছা। 

মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনে বিজয় মিছিলে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাধা প্রদান ও গুলিবর্ষণ করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন পীরগাছা বিএনপির নেতারা। 
 
মামলাটি এজাহারভুক্ত হয়েছে জানিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, মামলায় বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গাকে ছাড়াও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। তিনি বলেন মামলাটি অতি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
 
মামলার বাদী একরামুল হক এজাহারে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট সোমবার সারা দেশের ন্যায় রংপুরের পীরগাছা উপজেলায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। ওইদিন বেলা আড়াইটার দিকে স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

এদিকে রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে উত্তাপ হয়ে উঠে পীরগাছা।

সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে উপজেলা বিএনপি অফিসের সামনে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অতি দ্রুত মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া। পরে মিছিলটি পীরগাছার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 

এ ব্যাপারে আমিনুল ইসলাম রাঙ্গার বলেন, ‘মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উপজেলা বিএনপিকে ছোট করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে হাজারো জনগণ প্রতিবাদ জানাচ্ছে।’ 

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেল ও উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিএনপি নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে