বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:১২:৫৪

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নির্বাচনে প্রার্থী হয়ে লড়ছেন এক হিজড়া

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নির্বাচনে প্রার্থী হয়ে লড়ছেন এক হিজড়া

নিউজ ডেস্ক: তৃতীয় লিঙ্গের মানুষরাও যে অনেক বড় কিছু করতে পারে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সংরক্ষিত মহিলা আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী নাদিরা খানম এবার তাই প্রমান করে দিলেন।  দেশের ইতিহাসে তৃতীয় লিঙ্গের কোনো প্রার্থী এটাই প্রথম।  স্বভাবতই রংপুরের মানুষের মুখে মুখে আলোচনাই রয়েছেন তিনি।

তিনি মনে করেন বাংলাদেশের সমাজে হিজড়াদের যে বৈষম্যতার স্বীকার হতে হয় তারই প্রেক্ষিতে এবার তিনি লড়বেন।  নিজের কষ্টের কথা বলতে গিয়ে তিনি বলেন,
'বড় বোনের বিয়ে হয়ে গেছে।  ১৯৯১ সালে এসএসসি পাস করেছি।  ছোট বোনের বিয়ের কথা পাকাপাকি।  হঠাৎ বরপক্ষ থেকে কথা উঠল-মেয়ের বড় বোন তো ‘হিজড়া’।  তার ছোট বোন বিয়ে করায় যদি উত্তরসূরিও তাই হয়! বিয়েটা তাই ভেঙ্গেই গেল।  বাবা আমার মাকে চাপ দিতে থাকলেন।  এই সন্তানের জন্য কি আরেক সন্তানের জীবন নষ্ট হবে? একে বাড়ি থেকে বের করে দাও।  মায়ের কষ্ট দেখে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাই দিনাজুরের পার্বতীপুর মামার বাড়িতে। '

তিনি আড়ো জানান, "মামার এক বন্ধু ছিলেন নিঃসন্তান।  তিনি নাদিরাকে সন্তান হিসেবে লালন-পালন করেন।  দিনাজপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকেই তাকে বিএ (ব্যাচেলর অব আর্টস) পাশ করেন।  এরপর ইংরেজি বিষয়ে এমএ (মাস্টার্স অব আর্টস) করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।  রাজশাহীতে নাদিরা ‘পালক বাবার’ সহায়তায় বিশ্ববিদ্যালয়ের বাইরে ভাড়া বাসায় থেকে পড়াশুনা শেষ করেন ৯৯ সালে। "

রংপুর সিটি করপোরেশনে মোবাইল ফোন প্রতীক নিয়ে ১৮, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাদিরা খানম নামের এই প্রার্থী।  নাদিরা খানম বলেন- ‘আমার মতো যারা তৃতীয় লিঙ্গ এবং হত দরিদ্র লোক আছেন, তারা বাস্তবের সঙ্গে যুদ্ধ, সংগ্রাম করছেন।  প্রতিনিয়ত সংগ্রাম করে তাদের জীবন চালাতে হচ্ছে।  এ সমস্ত লোকদের যেন সেবা করতে পারি। '
২০ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে