ডিমলায় মানব কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির নির্বাচন
বরকতুল্ল্যাহ ভদ্র, রংপুর প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপারা মানব কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির নির্বাচন ২০১৫ অনুঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে মোঃ ফজিবর রহমান (আনারস)৪৬২ ভোট সহসভাপতি পদে মোছাঃস্বাপনা বেগম (হারিকেন)৪০৮ভোট সাধারন সম্পাদক পদে মোঃ আলোম হোসেন (টিয়াপাকি) ৫০০ ভোট সহ সম্পাদক মোঃ আবুকালাম (রিক্রাা)৪৪১ভোট সদস্য(সংরক্ষিত)পদেমোছাঃ লাভলী বেগম(পাকা) সদস্য পদেমোঃ শাহাজান, মোঃরফিকুল ইসলাম,মোঃলুৎফর রহমান, নির্বাচিত হয়েছে।রোরবার এ বালাপারা মানব কল্যাণ সংস্থার কার্যকরীকমিটির নির্বাচন ২০১৫ নির্বাচন সম্পন্ন হয়েছে।
২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস