বুধবার, ০৪ এপ্রিল, ২০১৮, ০৩:২১:৪২

স্ত্রীর মুখ থেকেই জানা গেল কবে হত্যা করা হয়েছিল পিপি রথীশ চন্দ্রকে

স্ত্রীর মুখ থেকেই জানা গেল কবে হত্যা করা হয়েছিল পিপি রথীশ চন্দ্রকে

রংপুর থেকে :  রংপুরে নিখোঁজ থাকা স্পেশাল জজ আদালতের পিপি, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে ২৯ মার্চ রাতেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

রংপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী রিতা ভৌমিক ও এক সহযোগী জড়িত বলে জানিয়েছেন তিনি।

বেনজির আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তি, বিদ্বেষ ও অবিশ্বাস থেকেই আইনজীবী রথিশকে হত্যা করা হয়েছে। এর পেছনে ছিল তার স্ত্রী রিতা ভৌমিকের পরকীয়া কর্মকাণ্ড।

স্ত্রীর মুখ থেকেই জানা গেল কবে হত্যা করা হয়েছিল পিপি রথীশ চন্দ্রকে। বেনজির আহমেদ জানান, আটকের পর রথিশের স্ত্রী রিতা ভৌমিককে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি, দুই মাস আগেই তাকে হত্যার পরিকল্পনা করেছিল তারা।

তবে নানা কারণে সেটা তখন সম্ভব হয়নি। রিতা ভৌমিকের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে রথিশের মরদেহ উদ্ধার করা হয়। র‌্যাবের মহাপরিচালক জানান, এখন আমাদের দায়িত্ব হচ্ছে গ্রেফতারকৃতদের বিচারের মুখোমুখি করা। এ ব্যাপারে তদন্ত হবে। তদন্ত হলেই আমরা বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে পারবো।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে