এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর মহাসমাবেশ যোগ দিতে রংপুর অঞ্চল থেকে দুই শতাধিক রিজার্ভ বাস ছেড়ে যাবে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, বাস ও ট্রেনে করেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। প্রাথমিকভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার চেয়ে দ্বিগুণ নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে উপস্থিত হবেন বলে ধারণা করছেন দলটির নেতারা।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
রংপুর বিভাগের সার্বিক প্রস্তুতির বিষয়ে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, রংপুর বিভাগে ৫২টি উপজেলা ও একটি সিটি করপোরেশন রয়েছে। প্রতিটি উপজেলা থেকে ৪-৫টি করে বাস রিজার্ভ করা হয়েছে।
এছাড়া অনেকেই গাড়ি ও মাইক্রো ভাড়া নিয়েছেন। আবার বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস ও ট্রেনেও যাবেন অনেকে। এরই মধ্যে বৃহস্পতিবার রাত থেকে এই অঞ্চলের নেতাকর্মীরা ঢাকায় রওনা দিয়েছেন। শুক্রবার রাতের মধ্যে বাকিরা চলে যাবেন।
অধ্যাপক বেলাল বলেন, রংপুর বিভাগ থেকে ৬০ হাজার নেতাকর্মীর প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু এখন সেটা ছাড়িয়ে গেছে। প্রত্যাশার চেয়ে দ্বিগুণেরও বেশি মানুষ জাতীয় সমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, পথে যেন কোনোরকম বিশৃঙ্খলা না হয়, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আগামীকাল শনিবার (১৯ জুলাই ) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এই সমাবেশ ঘিরে নেতাকর্মীসহ সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।