কাঁঠাল গাছের ডাল কাটতে গিয়ে এএসআইয়ের মৃত্যু
রংপুর : গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন পুলিশের এক এএসআই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে। তার নাম মনসুর আহাম্মেদ।
ধাপ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত প্রশিক্ষক এএসআই মনসুর ক্যাম্পাসে কাঁঠাল গাছের ডাল কাটতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনসুর আহাম্মেদের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাছা গ্রামে।
১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর