জাপায় এবার জামায়াত
রংপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাপায় যোগ দিলেন জামায়াত নেতা। রংপুর কারমাইকেল কলেজের ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাফিউল ইসলাম শাফি জাতীয় পার্টিতে যোগ করেছেন।
তিনি বর্তমানে রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। শাফির জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে নগরীর দর্শনা এলাকায় এরশাদের বাসভবনে জাতীয় পার্টির পক্ষ থেকে সোমবার দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গতকাল রোববার দুপুরে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে নামেন এরশাদ। এরপর মোটর শোভাযাত্রায় রংপুরে পৌঁছেন তিনি। রংপুর সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দলের সালাম গ্রহণ করেন এরশাদ।
জাপায় যোগ দেয়া ছাত্রশিবির নেতা শাফির লোকজন শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এরশাদকে তার বাসভবন পল্লীনিবাসে নিয়ে যান। সেখানে এরশাদকে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন তিনি।
এ সময় এরশাদের ছোট ভাই জাপা প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, মহানগর জাপা আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব ইয়াসির আহাম্মেদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাফির জাপায় যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় এরশাদ বলেন, আমি জানি না, প্রধানমন্ত্রী কেন এসব বলেছেন (এরশাদ ও জিয়াকে রাষ্ট্রপতি বলা যাবে না)। হয়তো তিনি আমাকে জিয়ার সাথে এক করে দেখেছেন। কিন্তু আমি আর জিয়া এক নই। আইনের কথা হলো- আমি বৈধ রাষ্ট্রপতি ছিলাম, আছি, থাকবো।
পৌরসভা নির্বাচন নিয়ে এরশাদ আশঙ্কা প্রকাশ করে বলেন, জাতীয় পার্টির ১৮ জন প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেয়া হয়নি। এটা গণতান্ত্রিক ব্যবহার নয়। জাতীয় পার্টির প্রার্থীকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�