বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৫:৪৭

সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বেরোবি’র ভর্তি পরীক্ষা সম্পন্ন

 সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বেরোবি’র ভর্তি পরীক্ষা সম্পন্ন

এইচ.এম নুর আলম,বেরোবি প্রতিনিধি: শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে চার দিনব্যাপী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ছয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় ভেন্যুতেই এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে আজ শেষ দিনেও পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে ১৫ দিনের এবং অপর শিক্ষার্থীকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার শহিদুল ইসলাম ও মাদারীপুর জেলার শরীয়তপুর উপজেলার সঞ্জীব মন্ডল। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শেষদিন বৃহস্পতিবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার তাঁর সঙ্গে ছিলেন। ভর্তি পরীক্ষা শেষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রংপুরের বিভাগীয় কমিশনা, রংপুর রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যবৃন্দ, ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী মেজিস্ট্রেটবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। সফলভাবে পরীক্ষা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের একটি মডেল হিসেবে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য উপাচার্য উপস্থিত শিক্ষকসহ সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ শাহীনুর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জালিয়াতি ঠেকাতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ভ্রাম্যমান আদালত সফলভাবে কাজ করায় এবারের ভর্তি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে’ । ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৮ ডিসেম্বর প্রকাশ করা হবে। ফলাফলসহ ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে। উল্লেখ্য, এবছর ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ১২০০ আসনে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে