শুক্রবার, ৩১ মে, ২০১৯, ১২:২৬:২২

দুস্থদের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে আটক ইউপি চেয়ারম্যান

দুস্থদের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে আটক ইউপি চেয়ারম্যান

রংপুর : রংপুরে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ ও ভিজিডির চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগে সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্র জানায়, বুধবার রাতে পালিচড়া থেকে ভিজিএফ ও ভিজিডি’র চাল স্টেশন এলাকায় নিয়ে যাওয়ার সময় নগরীর দর্শনা এলাকা থেকে ২১ বস্তা চালসহ অটোচালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ।

বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার ভোরে সদ্যপুস্করণী ইউনিয়নের পালিচড়া বাজারে অভিযান চালায় র‌্যাব। অভিযানে কয়েকটি গোডাউন থেকে ৩০ কেজি বস্তার ৭৮৯ বস্তা চাল উদ্ধার করা হয়।

রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন বলেন, ঈদকে ঘিরে দুঃস্থদের জন্য সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের প্রায় ৬ হাজার ৩শ’ জন সুবিধাভোগীর মাঝে বিতরণের জন্য মঙ্গলবার ৩ হাজার ১৪৫ বস্তা চাল ইউনিয়ন পরিষদে আনা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে