সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ০৯:৪১:০১

রংপুরের পল্লীনিবাসে প্রস্তুত এরশাদের কবর

রংপুরের পল্লীনিবাসে প্রস্তুত এরশাদের কবর

রংপুর থেকে : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সমাহিত করতে রংপুরে তার নিজ বাসভবন পল্লীনিবাসে কবর খোঁড়া শেষ হয়েছে, প্রস্তুত করা হয়েছে তার কবর।

সোমবার বিকাল সাড়ে ৩টায় জাপার উত্তরাঞ্চলের নেতারা রংপুরের আর কে রোডের দর্শনাস্থ পল্লী নিবাসের লিচুতলায় এরশাদের অসিয়তকৃত স্থানে সমাধি তৈরির আনুষ্ঠানিকতা শুরু করেন।

এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগরের সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে দলের নেতাকর্মীরা পল্লী নিবাসে অসিয়ত করা জায়গা পরিদর্শন করেন। পরে এরশাদের নিজ হাতে লাগানো লিচু বাগানে কবরের মাপযোগ শেষে কোদাল হাতে কবর খোঁড়া শুরু করেন।

এ ব্যাপারে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, 'যে কোনো মূল্যে রংপুরে এরশাদ স্যারের দাফন সম্পন্ন করা হবে। কেউ যদি রংপুরের মানুষের আবেগ ভালোবাসা নিয়ে রাজনীতি করেন, অপচেষ্টা চালায়, এর পরিমাণ ভালো হবে না। আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে রংপুর থেকে এরশাদ স্যারের মরদেহ ঢাকায় নিয়ে যেতে দেব না।'

রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী জানান, পল্লী নিবাস ক্যাম্পাসের লিচু বাগানটি স্যারের আগ্রহে তৈরি হয়েছে। তিনি নিজেই গাছ লাগিয়েছেন। রংপুর আসলেই ভোরে তিনি গাছে পানি দিতেন। পরিচর্যা করতেন। সেখানেই তিনি সমাহিত হবেন। কবর খননের কাজ প্রায় সম্পন্নের পথে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় রংপুরে দলীয় কার্যালয়ে জরুরি সভা করে ঢাকার সামরিক কবরস্থানে সমাহিত করার সিদ্ধান্তের প্রতিবাদ করে তা প্রত্যাখ্যান করেন। জীবন বাজি রেখে হলেও রংপুরে এরশাদের পল্লী নিবাসে দাফন করার ঘোষণা দেন দলের শীর্ষ নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে