মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৪৩:৪৭

এরশাদের শূন্য আসনে মনোনয়ন ফরম নিলেন রওশন-পুত্র সাদ এরশাদ

এরশাদের শূন্য আসনে মনোনয়ন ফরম নিলেন রওশন-পুত্র সাদ এরশাদ

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে লড়তে দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার বড় ছেলে রাহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যনের কার্যালয় থেকে দলের মনোনয়ন সংগ্রহ করেন সাদ। আগামী ৫ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সময় সাদ এরশাদ বলেন, 'রাজনৈতিক পরিবারে যেহেতু আমার জন্ম। তাই রাজনীতিতে আমি নতুন না। মনোনয়ন পাওয়ার বিষয়ে রাজনৈতিক ও পারিবারিক দুই দিক দিয়েই তিনি এগিয়ে থাকবেন বলে আশা প্রকাশ করছেন সাদ। একই সঙ্গে এই উপনির্বাচনে জয়ী হয়ে বাবার স্বপ্নপূরণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সোমবার পর্যন্ত রংপুর-৩ আসনের উপনির্বাচনের অংশ নিতে জাপার যুগ্ম মহাসচিব এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর ও এরশাদের ভাগ্নি মেহেজেবুন্নেছা রহমান টুম্পা দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। শুক্রবার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে।

এদিকে রংপুরে সদরের পালিচড়া বাজারে রওশন এরশাদের ছেলে সাদ এরশাদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এ ঘটনার জন্য এরশাদের আপন ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফের সমর্থকদের দায়ী করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় জাপা নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনে উপনির্বাচন হওয়ার কথা। দল ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে জাপার মনোনয়ন পাওয়া নিয়ে এরশাদ পরিবারের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। রংপুর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ‘কুশপুত্তলিকা দাহের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে