রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৪:৪৯

রংপুর মহানগরের যানজট নিরসনে পার্কিং জোন চালু

রংপুর মহানগরের যানজট নিরসনে পার্কিং জোন চালু

রংপুর থেকে : যানজট নিরসনে নি'র্দি'ষ্ট তিনটি স্থানে পার্কিং জোনের যাত্রা শুরু হলো রংপুর মহানগরীতে। শনিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল ইসলাম সুরভী উদ্যানের সামনে পার্কিং জোনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক (উত্তর) ইনচার্জ দেলোয়ার হোসেনসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।

উদ্বোধনের সময় মেনহাজুল ইসলাম বলেন, দীর্ঘ দিন পরে নগরীতে পার্কিং করা যাবে বলে স্থান নির্ধারিত হয়েছে। এখন জিলা স্কুলের সামনে, মডার্ন মোড় এবং সুরভী উদ্যানের সামনে পার্কিং জোনের উদ্বোধন করা হলো। আশাকরি নগরবাসী নগরীতে প্রবেশ করে এসব স্থানে যানবাহন পার্কিং করে তাদের প্রয়োজনীয় কাজ করবেন। এতে পুরো নগরীতে তৈরি হওয়া যানজট নিরসন হবে।

তিনি বলেন, এছাড়াও পুলিশের পক্ষ থেকে নি'র্দি'ষ্ট স্থানে পার্কিং করানোর জন্য সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। যানজট নির'সনে নির্দিষ্ট তিনটি স্থানে পার্কিং জোনের যাত্রা শুরু হলো রংপুর মহানগরীতে। শনিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল ইসলাম সুরভী উদ্যানের সামনে পার্কিং জোনের উদ্বোধন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে