রবিবার, ০৪ জুলাই, ২০২১, ০৭:৩৪:০৯

স্বেচ্ছাসেবক চিকিৎসক চেয়ে ফেসবুকে পোস্ট হাসপাতাল তত্ত্বাবধায়কের

স্বেচ্ছাসেবক চিকিৎসক চেয়ে ফেসবুকে পোস্ট হাসপাতাল তত্ত্বাবধায়কের

রংপুর: রংপুর ১০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে তিলধারণের ঠাঁই নেই। হাসপাতালের গেটের বাইরে নোটিশ ঝু'লিয়ে জানানো হয়েছে হাসপাতালে কোনো শয্যা নেই। আইসি'ইউতে সব শয্যায় রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিদিনই তী'ব্র রোগীর চা'প বাড়তে থাকায় এ পরিস্থি'তি সা'মাল দিতে হাসপাতালের বাইরে নোটিশ ঝু'লিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

রোগীর চা'প রেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসাসেবায় সংক'ট পরিস্থি'তি মো'কাবেলা করতে ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক নিজের ফেসবুকে স্বেচ্ছাসেবী চিকিৎসক চেয়ে আবেদন জানিয়েছেন।

হাসপাতালে এখন শয্যা সংখার চেয়ে বেশি রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। তাই ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি হওয়ায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে স্বেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরুন্নবী। এ হাসপাতালে বর্তমানে ২০ জন চিকিৎসক কাজ করছেন।

রোববার সকালে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। তার দেয়া পোস্টটি হু'ব'হু তুলে ধ'রা হলো- দেশের এই মহামা'রির ক্রান্তিল'গ্নে আপনি যদি একজন তরুণ চিকিৎসক হয়ে থাকেন তবে নিজেকে ভ'লান্টি'য়ার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় আ'ত্মনিয়োগ করে কোভিড-১৯ মো'কাবিলায় বিশেষ অবদান রাখতে পারেন, নিজেকে বীরোচিত করতে পারেন। 

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় গুণগতমানের চিকিৎসাসেবা নিশ্চি'ত করতে কিছু ভলা'ন্টিয়ার তরুণ চিকিৎসক প্রয়োজন। আপনাকে সুর'ক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব আমাদের। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

এ ব্যাপারে রংপুর কোভিড হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরুন্নবী জানান, হাসপাতালে রোগীর চা'প অনেক বেড়ে গেছে, তাই স্বে'চ্ছাসেবী চিকিৎসকদের আহবান করা হয়েছে। যারা দায়িত্ব পালন করতে ইচ্ছুক তাদের সুর'ক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব পালনে নিযু'ক্ত করা হবে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে