রংপুর : মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার ফল বাতিল করে ফের পরীক্ষার দাবিতে রংপুরে আমরণ অনশন করছে মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার দুপুর আড়াইটার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে তারা আমরণ অনশন শুরু করেছে। বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করার পর তারা অনশনে বসে। এতে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে গত তিনদিন নগরীতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে তারা।
এদিকে মেডিক্যালে ভর্তি পরীক্ষা ফাঁস হওয়া প্রশ্নপত্রের মাধ্যমে নেয়ায় ফলাফল বাতিল করে নতুন পরীক্ষা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ডিক্যালে ভর্তি পরীক্ষা ফাঁস হওয়া প্রশ্নপত্রের মাধ্যমে নেয়ায় ফলাফল বাতিল করে নতুন পরীক্ষা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে এমন ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত শুক্রবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যেই মেডিক্যালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সারাদেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখেই গতকাল ফল ঘোষণা করা হয়।
২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম