রংপুর : যাত্রীবাহী একটি মিনিবাসের চাপায় মারা গেলেন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীসহ তিনজন। সোমবার দুপুর আড়াইটার দিকে রংপুর মহানগরীর মাহিগঞ্জ কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী মিনিবাস মাহিগঞ্জ কলেজের সামনে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবুল ইসলাম ও তার স্ত্রী নাজমা খাতুন মারা যান।
তারা নগরীর শালবন থেকে পীরগাছার ইটাকুমারীরে জোলাপাড়ায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের দুই সন্তান একজন এমবিবিএস চিকিৎসক ও আরেকজন প্রাইমারি স্কুলের শিক্ষক।
এ সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চাতালে ঢুকে পড়লে সেখানে অবস্থানরত সানু মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তিনি।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাজুল ইসলাম বলেন, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান তিনি।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম