ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, চরম অবনতি হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির। আমার দলের একজন জনপ্রিয় নেতাকে দিনে দুপুরে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে হরতাল ঘোষণা করা হয়েছে। আমরা প্রতিবাদ করছি। জনগণকে বলবো, ওইদিন তোমরা কোনো কাজে আসবে না।
রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এসএম ইয়াসিরকে দেখার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
এর আগে নগরীর সেন্ট্রাল রোড থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাচারী বাজার মোড়ে সমাবেশ করে। এসময় এসএম ইয়াসিরের ওপর হামলার প্রতিবাদে রংপুর মহানগরীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
হরতালের সমর্থন দিয়ে এরশাদ বলেন, এ ঘটনার প্রতিবাদে দল আন্দোলনে আছে। আমরা আন্দোলন করছি। জনগণকে বলবো, ওইদিন তোমরা কোনো কাজে আসবে না। আন্দোলন অব্যাহত থাকবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।
এসময় সাবেক মন্ত্রী জিএম কাদেরসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম