রংপুর : মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য যুদ্ধাপরাধীর মতো জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকেও ফাঁসিতে ঝুলানোর দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে সাঈদীর রায় রিভিউ আবেদন বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ড প্রদানের জন্য ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির নেতারা।
২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রংপুর জেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এর আগে সকালে মুক্তিযোদ্ধা সংসদ রংপুর ইউনিট কমান্ড থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের চেতনাবিরোধী কোনো অপশক্তি পার পাবে না। বাংলার মাটিতে তাদের বিচার হবেই হবে। মানবতাবিরোধী অপরাধী সাঈদীকেও ফাঁসিতে ঝুলতে হবে।
এমন আশা প্রকাশ করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। সেইসঙ্গে দ্রুত সাঈদীসহ অন্যান্য যুদ্ধাপরাধীর রায় কার্যকরের দাবিও জানান।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সহ-সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা শাখা সভাপতি শাহাদৎ হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলু, সহ-সভাপতি ডা. সৈয়দ মামুনুর রহমান, সদস্য ফারজানা আক্তার বিথি প্রমুখ।
১৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম