সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১১:৪৩:৫৯

বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গান আর জার্সি গায়ে আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গান আর জার্সি গায়ে আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশের মতো রংপুরেও চলছে কাতার বিশ্বকাপ ফুটবল সমর্থকদের উন্মাদনা। সোমবার দুপুরে বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গান আর জার্সি গায়ে শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় বাংলাদেশের পতাকার পাশাপাশি বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা বহন করা হয়। সবাই প্রিয় খেলোয়াড়ের জার্সি গায়ে দেন তখন। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের শত শত মানুষ অংশ নেয়। নারী শিশু ও তরুণরা শোভাযাত্রায় নেচে গেয়ে প্রিয় দলকে স্বাগতম জানান।

এ সময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা পথচারীরা হাত নেড়ে তাদের উৎসাহ দেন। এতে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান আফজাল ও  সাধারণ সম্পাদক জহির আলম নয়নসহ ভক্ত-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা বলেছেন, ব্রাজিল পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তারা আর্জেন্টিনার ভক্ত। কারণ তাদের কাছে রয়েছে মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়। তাদের আশা এবার তাদের দল বিশ্বকাপ জিতবে।

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জহির আলম নয়ন বলেন, আমরা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা প্রিয় দলের জয় কামনা করে শোভাযাত্রা করেছি। আশা করি এবার কাতার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। মঙ্গলবার নগরীর টাউন হল চত্বরে বড়পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে