রংপুর : হাত আছে, কিন্তু হাত দুটিতে কোনো শক্তি নেই। কোন কিছুই করতে পারে না হাত দিয়ে। জন্ম থেকেই অচল তার হাত দুটো। তাই বলে থেমে নেই নিশাত। অচল হাতের কাছে হার না মেনে পা দিয়ে লিখেই জীবন সংগ্রামে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে সে। সেই স্বপ্ন নিয়েই এসএসসি পরীক্ষা দিচ্ছে প্রতিবন্ধী নিশাত।
রংপুরের মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিচ্ছে নিশাত। ২০১৪ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ ২.৩১ পেয়ে উত্তীর্ণ হয়েছিল সে। জন্মগতভাবে প্রতিবন্ধী হলেও অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে নেই সে। সবার মতোই দৃঢ় মনোবল তার।
সোমবার কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছে নিশাত। রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার শাহাজান মিয়ার মেয়ে নিশাত। প্রতিবন্ধী মেয়েকে আলোকবর্তিকা হিসেবে মেনে নিয়েছেন বাবা।
নিশাতের বাবা শাহাজান মিয়া বলেন, তিন সন্তানের মধ্যে নিশাতই একমাত্র মেয়ে। নিশাত নিজে থেকেই তার প্রতিভাকে বিকশিত করতে প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছে। আমি তার লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে মুগ্ধ। অর্থাভাবে তার সুচিকিৎসা করাতে পারছি না।
নিশাতের জন্য আলাদা ৩০ মিনিট সময় পরীক্ষায় বরাদ্দ রয়েছে বলে জানান রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল ওয়াহেদ মিয়া।
বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে নিশাতের। সে বলে, আমি অন্যদের কাছে মাথানত করবো না। জীবনের শেষ শক্তি দিয়ে হলেও স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগ্রাম করে যাব।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম