রংপুর : ছেলের চোখের সামনেই নির্মমভাবে মারা গেলেন বাবা। বাবার এমন মর্মান্তিক মৃত্যু দেখে হতবাক ছোট্ট শিশুটি। বাবা কলেজ শিক্ষক আকতারুজ্জামানের (৪২) বাইসাইকেলের পেছনে বসে স্কুলে যাচ্ছিল সৌমিক (৫)।
স্কুলে পৌঁছতে না পৌঁছতেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা। অবুঝ শিশুর সামনে অকালে ঝরে গেল শিক্ষক বাবার প্রাণ। বাবার নিথর দেহের সামনে বসে আহত সৌমিক শুধুই আহাজারি করেছিল। এ দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি অন্যরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আকতারুজ্জামান ওই এলাকার কালাম মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক আকতারুজ্জামান তার ছেলে সৌমিককে নিয়ে বাইসাইকেলে স্কুলের দিকে যাচ্ছিলেন। এ সময় সোনারহাট এলাকায় পৌঁছলে মিঠাপুকুর থেকে ছেড়ে আসা দিনাজপুরের ফুলবাড়িগামী একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-৭৮৬৯) বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আকতারুজ্জামান। এ ঘটনায় আহত হয় ছেলে সৌমিক।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কে বিক্ষোভ মিছিল করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম