রংপুর : মেডিক্যালের প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে রংপুরে ডাক্তার, শিক্ষকসহ সাতজনকে আটক করেছে র্যাব-১৩।
সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৩ জন শিক্ষক, ৩ জন ডাক্তার এবং একজন কোচিং সেন্টারের পরিচালক রয়েছেন বলে জানা গেছে।
আটককৃতরা হলেন ডা শরীফুল হাসান অন্তু, ডা. মোস্তাফিজুর রহমান পাভেল, ডা. জিল্লুর রহমান রনি। সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার।
অন্য আটকরা হলেন এ ওয়ান কোচিং সেন্টারের শিক্ষক জামিল উদ্দীন, আতিকুর রহমান আদিল, সাজরাতুল ইয়ামিন রানা ও প্রাইমেট মেডিক্যাল কোচিং সেন্টারের পরিচালক মন্জুর রহমান।
এ তথ্য মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন রংপুরে অবস্থিত র্যাব-১৩ এর সদস্যরা।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর