রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এমবিএ'র শিক্ষার্থী সোলায়মান হাসান খান। বঙ্গবন্ধু হলের এক কোণায় বিক্রি করছেন চা-পান। সাংসারিক অভাব ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এভাবেই চলছে তার পড়ালেখা।
১৯৯১ সালে নেত্রকোনা জেলার দক্ষিণ সাতপাই গ্রামে জন্মগ্রহণ করেন সোলায়মান হাসান খান। দুই ভাই তিন বোনের সবার বড় সোলায়মান। ১৯৯৪ সালে রংপুরে আসেন তিনি।
রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ২০০৯-১০ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন তিনি। এই বিভাগেই এমবিএ করছেন সোলায়মান হাসান।
সোলায়মানের মতে, অর্থনৈতিকভাবে অসচ্ছল হলেও সৎভাবে বাঁচা যায়।
পড়াশুনার পাশাপাশি গত তিন মাস ধরে চালাচ্ছেন এ ব্যবসা। অন্য কোনো কাজ করতে গেলে হয়তো আরো বেশি সময় ব্যয় হতো। তার চেয়ে বরং এটাই ভালো।
এ কাজে তার কোনো খেদ নেই। হলের জুনিয়ররা আসলেও নির্দ্বিধায় কাপ ধুয়ে হাতে তুলে দেন গরম চা।
অর্থাভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো সহযোগিতাই পাননি অভিযোগ করেন সোলায়মান। তিনি বলেন, যখন এ পথ বেছে নিলাম তখন প্রশাসন আমার দোকান বন্ধ করতে বলেছিল। কিন্তু বেঁচে থাকার তাগিদে আমাকে দোকান চালাতে হচ্ছে।
তবে পড়াশুনার খরচ চালাতে দোকান করলেও তা ক্ষণস্থায়ী। আছে তার ভবিষ্যৎ পরিকল্পনাও।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম